You have reached your daily news limit

Please log in to continue


৪ রান না পাওয়ায় ক্ষুব্ধ তামিমও, চাইলেন নিয়মের পরিবর্তন

নিউইয়র্কের মন্থর উইকেটে প্রতিটি রান ছিল মহাগুরুত্বপূর্ণ। বাংলাদেশের বোলারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শেষ দিকে ব্যাটসম্যানরা যখন ডট দিচ্ছিলেন, ধারাভাষ্যকাররা বারবার রানের গতি সচল রাখার গুরুত্বের কথা বলছিলেন। তাঁদের কথা ছিল এ রকম, একটি রানও এখানে পার্থক্য গড়ে দিতে পারে। আর এমন ম্যাচেই কিনা আম্পায়ারের ‘ভুল সিদ্ধান্তে’ বাংলাদেশ হারাল ৪টি মহাগুরুত্বপূর্ণ রান। পরে ম্যাচে বাংলাদেশের হারের ব্যবধানও ছিল সেই ৪ রানেরই।

ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের ব্যাটিংয়ের ১৭তম ওভারে। পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। বার্টম্যানের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার মাহমুদউল্লাহকে এলবিডব্লু দেন। কিন্তু মাহমুদউল্লাহ রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা যায় বল ছিল স্টাম্পের বাইরে। আম্পায়ার সিদ্ধান্ত পাল্টিয়ে মাহমুদউল্লাহকে নটআউট ঘোষণা করেন। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে ৪ রান পায়নি বাংলাদেশ। অথচ সেই চার রান স্কোরবোর্ডে যোগ হলে বদলে যেতে পারত ম্যাচের ফলও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন