![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024June/ssc-result-vnc-120524-13-1718083733.jpg)
একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১২:৫৭
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের সময় দুইদিন বাড়ানো হয়েছে।
ভর্তিচ্ছুরা আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে ১১ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল।
পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।