![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252Fe7124690-06da-48d7-ace2-92fc4244ddd7%252FUntitled_2.jpg%3Frect%3D139%252C0%252C1131%252C754%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
শিশুর প্রাথমিক রোগ প্রতিরোধে ঘাটতি
প্রথম আলো
প্রকাশিত: ১০ জুন ২০২৪, ১৬:৫৮
প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি (পিআইডি) বা প্রাথমিক রোগ প্রতিরোধে ঘাটতি শিশুদের একটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগ। শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা বা ইমিউন সিস্টেম আমাদের বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে প্রতিরোধ করে, অসুখ-বিসুখের সঙ্গে লড়াই করে। এ প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে বিভিন্ন রক্তকোষ, প্রোটিনসহ অন্যান্য উপাদান নিয়ে; যা সম্মিলিতভাবে কাজ করে।
দেহের প্রতিরোধ ব্যবস্থাপনাকে দুভাগে ভাগ করা যায়, জন্মগত ও অর্জিত। জন্মগত ব্যবস্থাপনার দুর্বলতা বা ঘাটতি থাকলে তা পরে অর্জিত প্রতিরোধব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করে থাকে। এ বিরল রোগের কারণে শিশুর দেহের প্রতিরোধব্যবস্থা একেবারেই থাকে না অথবা খুব দুর্বল থাকে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রোগ নির্ণয়
- শিশু
- প্রতিরোধ