![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024June/police-constable-kawsar-ali-100624-01-1718010594.jpg)
কনস্টেবল কাউসার মানসিকভাবে ‘অসুস্থ’, দাবি পরিবারের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুন ২০২৪, ১৫:৩০
ঢাকার কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার কনস্টেবল কাউসার আলী ‘মানসিকভাবে অসুস্থ’ বলে তার পরিবারের ভাষ্য।
তার স্ত্রী নিলুফার ইয়াসমিন সাথী বলছেন, চাকরিতে থাকা অবস্থাতেই কয়েকবার পাবনায় এক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তার স্বামী।
তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, কাউসারের মানসিক অসুস্থতার কোনো তথ্য তাদের কাছে নেই।