কম্পিউটারে হঠাৎ গেম বন্ধ হয়ে যাওয়ার কিছু কারণ
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১৩:২৯
কম্পিউটারে খেলার ক্ষেত্রে অনেক সময় গেম বন্ধ হয়ে যায়। আবার কোনো সময় গেমের ফ্রেম ড্রপ করে বা কমে যায়। একটু ভালো কনফিগারেশনের কম্পিউটার হলেও এ সমস্যা কম-বেশি দেখা যায়। এসব সমস্যা তৈরির পেছনে বেশকিছু কারণ রয়েছে। যেগুলো মেনে চললে বা লক্ষ্য রাখলে পুনরায় এ সমস্যা থেকে মুক্ত থাকা যাবে।
সিস্টেম হার্ডওয়্যার বা পুরনো কম্পিউটার: প্রতিটি গেম খেলার জন্য কোম্পানির পক্ষ থেকে পিসি রিকয়ারমেন্টস বা ন্যূনতম বৈশিষ্ট্যের ব্যাপারে বলা হয়ে থাকে। তবে অনেক গেমারই এ বিষয়টি ভুলে যান। এ কারণে অনলাইন বা অফলাইন যেকোনো গেম কেনার আগে সিস্টেম রিকয়ারমেন্টস বা কী বৈশিষ্ট্য কম্পিউটারে থাকতে হবে, তা যাচাই করে নিতে হবে। যদি সমস্যা থাকে তাহলে আগে কম্পিউটার আপডেট করতে হবে।