ফ্রিজের দুর্গন্ধ দূর করার ৮ টিপস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১৩:২২

ফ্রিজের দরজা খোলার পরই কটু গন্ধ এসে ধাক্কা দিচ্ছে নাকে? বিভিন্ন কারণে এমন গন্ধের উদ্রেক হতে পারে ফ্রিজে। খাবার রাখার সময় ছিটকে পড়া, খাবার ঢেকে না রাখা, অনেক দিনের পুরনো খাবার রেখে দেওয়াসহ অনেক কারণেই এমন দুর্গন্ধ হতে পারে ফ্রিজে। দুর্গন্ধ থেকে মুক্তি চাইলে নিয়মিত ফ্রিজ পরিষ্কার করার পাশাপাশি অবশ্যই সচেতনভাবে ঢেকে রাখতে হবে রান্না করা খাবার। এর পাশাপাশি ঘরোয়া উপায়ে দুর্গন্ধমুক্ত রাখতে পারেন ফ্রিজ। জেনে নিন টিপস।



  • অ্যাক্টিভেটেড কার্বন বা কয়লা সাহায্য করতে পারে ফ্রিজের গন্ধ দূর করতে। ফ্রিজের খারাপ গন্ধ সৃষ্টিকারী ক্ষুদ্র কণাগুলোকে শোষণ করতে স্পঞ্জ হিসেবে কাজ করে এটি।

  • একটি ব্যাগে কাঠকয়লার গুঁড়া নিয়ে ফ্রিজের শেলফে রেখে দিন। আবার এক টুকরো কাঠকয়লা রেখে দিলেও উপকার পাবেন। 

  • ফ্রিজ থেকে খাবার বের করে তাকগুলো খুলে নিন। বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে সেটা দিয়ে পরিষ্কার করুন। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। দূর হবে দুর্গন্ধ।

  • একটি বাটিতে খানিকটা বেকিং সোডা নিয়ে ফ্রিজের তাকে রেখে দিলেও দ্রুত মুক্তি মিলবে দুর্গন্ধ থেকে।

  • তুলার টুকরো ভ্যানিলা এসেন্সে ডুবিয়ে ১২ ঘণ্টার জন্য রেখে দিন ফ্রিজে। সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে ফ্রিজ জুড়ে।

  • কফি বিন পিষে বাটিতে করে রেখে দিন ফ্রিজে। কফির শক্তিশালী গন্ধে দূর হবে অন্যান্য দুর্গন্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে