জন্মহার বাড়াতে অ্যাপ

প্রথম আলো জাপান প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১২:৪০

জাপানে জন্মহার কয়েক বছর ধরে টানা কমছে। গত বছরও দেশটিতে নিম্ন জন্মহারের রেকর্ড হয়েছে। সরকারের পক্ষ থেকে তরুণদের বিয়ে করতে ও সংসারী হতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি জাপান সরকারের পক্ষ এ থেকে প্রচেষ্টার অংশ হিসেবে নিজস্ব ‘ডেটিং অ্যাপ্লিকেশন’ বা ডেটিং অ্যাপ চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। 


জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের গত শুক্রবার নতুন তথ্য প্রকাশ করেছে। এ তথ্য অনুসারে, ১২ কোটি ৩৯ লাখ জনসংখ্যার দেশটিতে গত বছর মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ শিশুর জন্ম হয়েছে। সেখানে জন্মহার কমে ১ দশমিক ২৬ থেকে ১ দশমিক ২০-এ নেমে গেছে। কোনো দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে জন্মহার ২ দশমিক ১ থাকা প্রয়োজন। এর বেশি হলে জনসংখ্যা বেড়ে যাবে।


বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৩ সালের পর থেকে দেশটিতে ক্রমাগত জন্মহার কমছে, যা আর বাড়েনি। তবে সাম্প্রতিক সময়ে জন্মহার আরও কমেছে। ফলে দেশটির জনসংখ্যা কমে যাচ্ছে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে জাপানে জনশক্তি, অর্থনীতি, কল্যাণব্যবস্থা ও সামাজিক জীবনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও