মামলায় জব্দ করা গাড়িতে পুলিশের চোখ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১১:৪৯

বিভিন্ন মামলায় জব্দ করা গাড়ি বিচার-কাজ শেষ হওয়ার আগপর্যন্ত ব্যবহার করতে চায় পুলিশ। নিজেদের গাড়ির সংকটের কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এমন প্রস্তাব দিয়েছে। তবে ওই প্রস্তাবে এখনো সাড়া মেলেনি। এ ছাড়া আলামত হিসেবে জব্দ গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে আইনগত বিধিনিষেধও আছে। আদালতের অনুমতি নিয়ে কেউ রিসিভার হতে পারেন, তবে তাতেও ঝুঁকি আছে বলে মনে করেন আইনজীবীরা। তাঁদের মতে, কারও গাড়ি অন্য কেউ ব্যবহার করে ধ্বংস করতে পারেন না। পুলিশেরও সে অধিকার নেই। 


ডিএমপির তথ্যানুযায়ী, মাদকসহ বিভিন্ন মামলায় রাজধানীতে মোটর-সাইকেলসহ সাত ধরনের গাড়ি জব্দ করে পুলিশ। বছরে এক থেকে দুই হাজার পর্যন্ত গাড়ি জব্দ করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা চত্বরসহ বিভিন্ন ডাম্পিং স্টেশনে রাখা থাকে ওইসব গাড়ি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও