‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ হল নাফ মোহনা, লাভ কতটা?
জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য সম্পদ আহরণ, সুনীল অর্থনীতি সমৃদ্ধ করাসহ বেশ কয়েকটি লক্ষ্য সামনে রেখে টেকনাফ সংলগ্ন নাফ মোহনার জলভাগের একটি এলাকাকে ‘নাফ সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করেছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, টেকনাফ সংলগ্ন সাগরের ৪৬ মিটার পর্যন্ত গভীরতায় ৭৩৪ দশমিক ১৭ বর্গকিলোমিটার এলাকা সংরক্ষণের আওতায় থাকবে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, “নাফ মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণার ফলে বৈশ্বিকভাবে হুমকির সম্মুখীন গোলাপী ডলফিন, হাঙ্গর, রে মাছ, সামুদ্রিক কাছিম, সামুদ্রিক পাখি, প্রবাল, সামুদ্রিক ঘাস, শৈবালসহ সামুদ্রিক জীববৈচিত্র্য ও তাদের আবাসস্থল সংরক্ষণে সহায়ক হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমুদ্র সম্পদ
- সংরক্ষিত এলাকা