শক্তিশালী সি-ক্লাসের মডেল আনলো মার্সিডিজ বেঞ্জ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ২০:২৭
বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি সংস্থা মার্সিডিজ বেঞ্জ। তাদের জনপ্রিয় মডেল সি ক্লাস এবং জিএলএস মডেলের আপডেট করেছে। মার্সিডিজের নতুন সি-ক্লাস পেট্রোল ভার্সনের গাড়িতে জুড়ে গিয়েছে একটি নতুন পেট্রোলের পাওয়ারট্রেন।
নতুন সি ৩০০ এএমজি লাইন ক্রমেই জায়গা দখল করে নিয়েছে সি৩০০ডি এবং এখন বাজারের চাহিদা অনুসারে ধীরে ধীরে পেট্রোল ভার্সনে শিফট হয়ে যাচ্ছে। সি ৩০০ এএমজি লাইন এবার একটি নতুন ১৯৯৯ সিসির ৪ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পাবে এবং এতে ২৫৮ এইচপি শক্তি তৈরি হবে, মাত্র ৬ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড উঠবে এই গাড়িতে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মার্সিডিজ বেঞ্জ
- মডেল
- শক্তিশালী