মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিরোধীরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ২০:০০
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার (৯ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ অন্তত আট হাজার অতিথি। কিন্তু সেখানে উপস্থিত না-ও থাকতে পারেন বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। কারণ, তাদের দাবি, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া আমন্ত্রণ পাননি তারা।
কংগ্রেস নেতা জয়রাম রমেশের উদ্ধৃতি দিয়ে শনিবার (৮ জুন) এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তিনি বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে শুধু আন্তর্জাতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের নেতারা এখনো আমন্ত্রণ পাননি। ইন্ডিয়া জোটের নেতারা আমন্ত্রণ পাওয়ার পরে ভাববো, আমরা যাবো কি না।