শেষ মুহূর্তের নাটকীয়তা কাটিয়ে মহাকাশ স্টেশনে বোয়িং স্টারলাইনার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ১৭:০০
শেষ মুহূর্তে কিছু সমস্যা তৈরি হলেও সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়েছে উড়োজাহান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের মহাকাশযান স্টারলাইনার।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয় কোম্পানির প্রথম মানববাহী পরীক্ষামূলক মহাকাশযানটি। এর আগে রকেটের থ্রাস্টারে ত্রুটির কারণে বেশ কয়েকবার উৎক্ষেপণ পিছিয়ে দিতে হয়েছে।
নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফেরার আগে ৮ দিন আইএসএস-এ কাটানোর কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।