‘প্রযোজক খুশি থাকলে আমিও শিল্পী হিসেবে অবশ্যই খুশি’
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ১৫:৫৬
‘প্রযোজক হচ্ছেন শিল্পীদের অভিভাবক। একজন প্রযোজক ছাড়া কখনোই সিনেমা নির্মাণ করা সম্ভব নয়। আর সেই সিনেমা যখন দর্শক দেখেন, লগ্নি টাকা প্রযোজক ফিরে পান, তখনই প্রযোজক খুশি থাকেন। আর প্রযোজক খুশি থাকলে আমি শিল্পী হিসেবে অবশ্যই খুশি।’ কথাগুলো বললেন তরুণ অভিনেত্রী সামিনা বাসার। গত ঈদুল ফিতরে তাঁকে জ্বীন-২ সিনেমায় দেখা গেছে। এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন।
সামিনা জানালেন, ‘জ্বীন-২’ সিনেমার সাফল্যের পরেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা নিয়ে তেমন কিছু না জানানো নিষেধ। এটুকু জানালেন, যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। এখানে থাকবেন দুই দেশের অভিনয়শিল্পীরা। পুরো শুটিং হবে ঢাকায়। বর্তমানে প্রি-প্রোডাকশনে কাজে ব্যস্ত।