কম খরচে বিদেশ ভ্রমণের ৫ পরামর্শ

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ১৪:২৫

বিশ্বাস করুন! কাপড়চোপড়, টুকিটাকি জিনিসপত্রে ঠাসা ভারী ব্যাগটা কাঁধে নেওয়ামাত্রই শরীরটা কেমন হালকা হালকা লাগে। মনে হয় কোনো ডায়েট কিংবা ব্যায়ামের ঝক্কি ছাড়াই এক লাফে ওজন কমে গেল অনেকখানি। ব্যাগ কাঁধে কোনো ভ্রমণে বেরোনোর মুহূর্তে এই অ্যাড্রিনালিন রাশ, এই রোমাঞ্চটা বোধ হয় সব পর্যটকই টের পান। তাই ডলারের দাম, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চোখ রাঙানি উপেক্ষা করে ভ্রমণপ্রেমীরা বেরিয়ে পড়েন ঠিকই।


ভিনদেশে বেড়ানোটাও এখন আর শুধু ধনীদের একচেটিয়া না। ‘বাজেট ট্রাভেলার’ কথাটা আজকাল বেশ প্রচলিত। একটু বুদ্ধি খাটালে বাজেট অল্প হলেও আপনি আশপাশের কয়েকটা দেশ অন্তত ঘুরে আসতে পারবেন। এমনকি সে জন্য কোনো ট্রাভেল এজেন্সির ‘কম দামি প্যাকেজের’ অপেক্ষায় থাকারও প্রয়োজন নেই। আপনি নিজেই সবকিছুর বন্দোবস্ত করে ফেলতে পারবেন।


কম খরচে বিদেশ ভ্রমণের কয়েকটা উপায় জেনে নিই, চলুন।


টিকিট কাটুন আগেভাগে, চোখ রাখুন ওয়েবসাইটে


বিমানের টিকিট যত আগে কাটবেন, ভাড়া পড়বে তত কম। এ ছাড়া একেক এয়ারলাইনস একেক সময়ে ছাড় দেয়। এয়ারলাইনসগুলোর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখলে ছাড়ের খবর পেয়ে যাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও