 
                    
                    বাজিতপুর উপজেলা নির্বাচনে হেরে এমপিকে দুষলেন আওয়ামী লীগের ৩ জন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থীর প্রত্যেকে ছিলেন আওয়ামী লীগের পদ–পরিচয়ধারী। প্রদত্ত ৫২ হাজার ৮০৬ ভোটের মধ্যে একাই ৩৬ হাজার ২১২ ভোট পেয়ে জয় পেয়েছেন আনারস প্রতীকের রেজাউল হক। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। প্রথমবারের মতো নির্বাচন করে বড় জয় পেলেন তিনি। অপর তিনজন তাঁর সঙ্গে সামান্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। এমনকি হারালেন জামানতও। এ জন্য তাঁরা দুষছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে।
তুলনামূলক নবীন প্রার্থী রেজাউল হকের বিপক্ষে হেভিওয়েট তিন প্রতিদ্বন্দ্বীর লজ্জাকর এমন হারের কারণ এখন মাঠপর্যায়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে উপজেলার সর্বস্তরের মানুষের বিশ্বাস, বড় জয় পেতে রেজাউলের যতটা কৃতিত্ব, তার চেয়ে অনেক বেশি অবদান সংসদ সদস্যের। চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেবল রেজাউল সংসদ সদস্যের মন পেয়েছিলেন। বিজয়ী প্রার্থীও তাই বিশ্বাস করছেন। রেজাউল হক বলেন, ‘সবই তাঁর (সংসদ সদস্য আফজাল হোসেন) ইচ্ছার ফল। আমি তাঁর মন পেয়েছি। তিনি মন থেকে চেয়েছেন বলে আমার বড় জয় এসেছে।’
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                