সেই মোদির কণ্ঠে এখন জোটের জয়গান
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ২০:২২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় নিজের প্রচার করে গেছেন। গত ১০ বছরে জোটধর্ম অথবা ঐকমত্যের কথা মুখে না আনা সেই মোদি আজ শুক্রবার ‘এনডিএ’র জয়গান করলেন। বললেন, সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে দরকার ঐকমত্য। সবার সম্মতি। এনডিএ সেটাই করে দেখাচ্ছে। জোটবদ্ধতার ক্ষেত্রে এনডিএর মতো সাফল্য অন্য কারও নেই।
এত কাল যিনি সর্বদা নিজের প্রচার করে গেছেন, দলের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করেছেন, সেই মোদির কণ্ঠে আজ ঝরল জোট–মাহাত্ম্যের কথা। শুক্রবার পুরোনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে মোদি বলেন, ‘এই জোট ক্ষমতার জন্য একত্র হওয়া দলগুলোর জোট নয়, এটা একটা সহজাত জোট। অটল বিহারি বাজপেয়ী, প্রকাশ সিং বাদল, বালাসাহেব ঠাকরে, জর্জ ফার্নান্দেজ, শরদ যাদবেরা এই জোটের বীজ বুনেছিলেন। আজ তা মহিরুহ।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জয়
- কণ্ঠ
- নরেন্দ্র মোদি
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে