অব্যবস্থাপনা নিয়ে নিজেদের ক্ষোভের কথা আগেই জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। তারা এ নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগও করেছে। এবার বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সংসদেও হয়েছে আলোচনা।
দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহীশ তিকশানা সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, অন্যায্য সূচি ও লজিস্টিক্যাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তাঁরা। দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা দল।