ম্যাকবুকের টেক্সট বা লেখার আকার বড় করবেন কীভাবে?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৬:৫৭
অ্যাপল ম্যাকবুকে টেক্সট বা লেখার সাইজ কীভাবে বাড়াতে হয় সেটি জানলে ডিভাইসে কিছু পড়ার বা লেখার অভিজ্ঞতাই পাল্টে ফেলা সম্ভব। বিশেষ করে স্ক্রিনে ছোট কোনো লেখা পড়তে চোখের ওপর যারা বাড়তি চাপ ফেলছেন, তাদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ।
পড়ার জন্য খুব ছোট লেখা অস্বস্তির কারণ হতে পারে, এবং কাজটি কষ্টকর করে তুলতে পারে। অ্যাপল নিজেদের বিভিন্ন ডিভাইসে টেক্সট-এর আকারের সামঞ্জস্য বজায় রাখার জন্য বিভিন্ন উপায় দিয়ে থাকে, যা ডিজিটাল পরিবেশকে ব্যবহারকারীর উপযোগী করে তোলে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকরেডার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ম্যাকবুক
- লেখা
- টেক্সট মেসেজ