পাকিস্তানের হারে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের জয় মনে পড়ল শোয়েবের

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৫:৫৯

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর সামাজিক যোগাযোগমাধ্যমে রঙ্গরসিকতা খুব পছন্দ করেন। পাকিস্তানের ‘ডালাস বিপর্যয়’ এর পর তাঁর মস্তিষ্কের সৃষ্টিশীল স্নায়ুগুলোর আরও তৎপর হয়ে ওঠাই স্বাভাবিক। হাজার হোক ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী তো! জাফরের পোস্টে তাই খোঁচাটা থাকল, ‘ভেবেছিলাম পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ, কিন্তু সেটাই হয়ে গেল প্যানিকস্তান বনাম যুক্তরাষ্ট্র।’


খোঁচাটা ধরতে না পারলে একটু বুঝিয়ে বলা যায়। পাকিস্তান নামটা পাল্টে ‘প্যানিকস্তান’—অর্থাৎ ইংরেজি ‘প্যানিক’ শব্দটি জাফর ইচ্ছা করেই জুড়ে দিয়েছেন। বাংলায় শব্দটির অর্থ ‘আতঙ্ক’ ‘উদ্বেগ’ হতে পারে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গতকাল রাতে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে পাকিস্তানের অবিশ্বাস্য হারের পর পোস্টটি করেন ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলা সাবেক এই ব্যাটসম্যান। যুক্তরাষ্ট্রের দারুণ ক্রিকেটের সামনে পাকিস্তান আতঙ্কে ভুগে ভুলভাল খেলে হেরেছে—জাফরের পোস্ট হয়তো সেটিই বুঝিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও