স্মার্টফোন থেকে বার্তা প্রিন্ট করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৫:৪৩

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে স্মার্টফোনে নিয়মিত বার্তা আদান-প্রদান করেন অনেকেই। মাঝেমধ্যে এসব বার্তায় থাকা গুরুত্বপূর্ণ তথ্য প্রিন্ট করে সংরক্ষণ করার প্রয়োজন হয়। তবে চিন্তার কিছু নেই, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে চাইলেই যেকোনো বার্তা প্রিন্ট করা যায়। স্মার্টফোন থেকে বার্তা প্রিন্ট করার পদ্ধতি দেখে নেওয়া যাক।


স্মার্টফোন থেকে বার্তা প্রিন্ট করার জন্য প্রথমেই গুগল মেসেজেস অ্যাপে প্রবেশ করে যে ব্যক্তির সঙ্গে আদান–প্রদান করা বার্তা প্রিন্ট করতে হবে তার নাম খুঁজে মেসেজ বক্সটি চালু করতে হবে। এরপর ভলিউম বাটন ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে নির্দিষ্ট বার্তার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর নিচে প্রদর্শিত অপশন থেকে পেনসিল আইকনে ট্যাপ করে স্ক্রিনশটের আকার ছোট বা বড় করতে হবে। এবার শেয়ার আইকনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। এরপর মোর অপশনে ট্যাপের পর প্রিন্ট আইকন নির্বাচন করে নির্দিষ্ট প্রিন্টারের নাম লিখে বার্তাটি প্রিন্ট করতে হবে। চাইলে বার্তাটি পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করে কম্পিউটারে পাঠিয়েও  প্রিন্ট করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও