অবশেষে স্টারশিপকে নিরাপদে অবতরণ করাল স্পেসএক্স
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৫:৪৩
বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের সফল উৎক্ষেপন ও প্রায় নিরাপদ অবতরণ সম্পন্ন করেছে ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স।
রকেটটি উৎক্ষেপিত হয়েছিল টেক্সাসে অবস্থিত স্পেসএক্স’র নিজস্ব লঞ্চপ্যাড স্টারবেইজ থেকে। এর বুস্টারটি রকেটের মূল অংশ থেকে আলাদা হয়ে সমুদ্রপৃষ্ঠে নেমেছে। আর রকেটটি পৃথিবী প্রদক্ষিণ করে পানিতে পড়ার মাধ্যমে একটি ‘ল্যান্ডিং বার্ন’ সম্পন্ন করেছে।
ল্যান্ডিং বার্ন হল রকেট ইঞ্জিনের নিয়ন্ত্রিত, টেকসই ফায়ারিং, যা রকেটের গতি কমাতে ও এর নিরাপদ অবতরণের নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রকেট উৎক্ষেপণ
- স্পেসএক্স
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৬ মাস আগে