দেশের কয়েক প্রজন্মের অর্ধশতাধিক গানের শিল্পীরা গেয়েছেন ৬৩টি মৌলিক গান। আর সেইসব গান শ্রোতাদের উপহার দেওয়া হবে আগামী ছয় মাস ধরে।
মৌলিক বাংলা গান নিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগের কারিগর এনামুল করিম নির্ঝর। তিনি বলেছেন, ৫৪ জন সংগীতশিল্পীকে নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে মোট ৬৩টি গান। আর এই কাজের পেছনে তার শ্রম ঝরেছে গত দুই বছর ধরে।
'এক নির্ঝরের গান’ প্রকল্পের এই গানগুলো ৯ পর্বে প্রকাশিত হবে। আগামী ৯ জুন থেকে গান প্রকাশ শুরু হবে, প্রতি সপ্তাহে দুটি করে গান আসবে। শেষ হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর। এসব গান গানশালা ইকেএনসি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।