এখন নিশ্চয়ই সাইফউদ্দীনের কথা খুব মনে হচ্ছে হাথুরুর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ১৯:৪৬
‘সাইফউদ্দীনের কাছ থেকে আমরা যে ধরনের বোলিংটা চাই, সে সেভাবে জোগান দিতে পারেনি। ডেথ ওভারে সাইফউদ্দীনের ইয়র্কার লেন্থের ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের ইচ্ছেমত হাত খুলে ব্যাট ছোড়া থেকে দূরে রাখতে পারে, এমন বিশ্বাস থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তিনি সে কাজটি যথাযথভাবে করে দেখাতে পারেনি। তাই তাকে বিশ্বকাপের দলে নেয়া হয়নি।’
বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দীনের না থাকার কারণ জানিয়ে করে এমন ব্যাখ্যাই দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি দায়িত্ব নিয়েছেন সব মিলিয়ে ২ মাস; কিন্তু তারও অনেক আগে থেকে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন চন্ডিকা হাথুরুসিংহে।