You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ার কাছে হেরে ওমান অধিনায়ক, ‘মিডিয়া শুধু নেতিবাচক দিকই ছড়ায়’

ব্রিজটাউনে আজ অস্ট্রেলিয়ার কাছে ৩৯ রানে হেরেছে ওমান। আগে থেকেই এই ম্যাচে ওমানের হার নিয়ে সংশয় ছিল কমই। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওমান অধিনায়ক আকিব ইলিয়াসের কথা শুনে কেউ কেউ চমকেও গিয়েছিলেন, ‘একবার মাঠে নামলে, কোনো নামই বড় নয়। মাঠে আপনার চেয়ে বড় কেউ নেই। এটা আরেকটা ম্যাচের মতো, আমার মনে হয় না আমরা কোনো অসাধারণ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি।’

ওমান অধিনায়ক ইলিয়াস এমনও বলেছিলেন যে, ‘এটা শুধুই একটা দল, আমরা ও তারা একই জায়গায় আছি। আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, তারাও করেছে। একটা দল তো চ্যাম্পিয়ন হবে, তো এটা খুব বেশি পার্থক্য তৈরি করবে না।’ দুই দলের শক্তিমত্তায় আসলে কতটা পার্থক্য, সেটা আজ মাঠের খেলায় ফুটে উঠেছে। ম্যাচ শেষে ওমান অধিনায়ককে তাঁর আগের দিনের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করলে উল্টো সংবাদমাধ্যমকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। বলেছেন, মিডিয়া শুধু নেতিবাচক কথা ছড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন