![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252Fbe45f036-100c-4161-8019-9599f9a866f5%252FSylhet_DH0778_20240606_Sylhet_sugar_3.jpg%3Frect%3D0%252C0%252C4000%252C2667%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সিলেটে চোরাই পথে আসা ‘বুঙ্গার চিনি’ বোঝাই ১৪টি ট্রাক জব্দ
ভারত থেকে চোরাই পথে আসা চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করেছে সিলেটের পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকগুলো জব্দ করা হয়।
এ সময় ট্রাকগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
চোরাচালানে আসা এসব চিনি স্থানীয়ভাবে ‘বুঙ্গার চিনি’ নামে পরিচিত। পুলিশ বলছে, সিলেটে আটক হওয়া চোরাই চিনির এটি সবচেয়ে বড় চালান। প্রায় ১২৫ টন চিনি জব্দ করা হয়েছে। এ সম্পর্কে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জব্দকৃত মালামাল গণনা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চিনি
- ভারতীয় পণ্য জব্দ