সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, বাড়ছে হাওরে
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টি বন্ধ থাকায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
এদিকে মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় জেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ কেটে পানি ঢুকানো হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। এতে হাওরে পানি কিছুটা বাড়ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭ দশমিক ৩২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর চেরাপুঞ্জিতে বুধবার মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান তিনি।