You have reached your daily news limit

Please log in to continue


এনডিএ জোটের বৈঠকে মোদির নেতৃত্বে সরকার গঠনে মতৈক্য

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। আজ বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ওই বৈঠকে মোদির নেতৃত্বে নতুন সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন নেতারা। নতুন সরকার গঠনের জন্য আজই তাঁরা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

নরেন্দ্র মোদির সভাপতিত্বে বৈঠকে তেলেগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এন চন্দ্রবাবু নাইডু, জনতা দলের (ইউনাইটেড) নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এলজেপি (রাম বিলাস) নেতা চিরাগ পাসোয়ানসহ বিজেপির জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন