স্বাস্থ্যে বাজেট অপ্রতুল হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ২০:৪২
স্বাস্থ্যে বাজেট অপ্রতুল হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা। তিনি বলেছেন, ‘আশা করছি গতবারের তুলনায় বাজেট ভালো হবে। বাজেট অপ্রতুল মনে হয় কারণ-আমাদের এক শ শয্যার হাসপাতালে দুই শতাধিক রোগী চিকিৎসা নেয়। সব হাসপাতালেই শয্যা সংখ্যার দ্বিগুণ রোগীর চিকিৎসা দিতে হয়। সেই হিসেবে কিছুটা অপ্রতুল হলেও, যে কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থের সংস্থান করেন।’
আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক ফ্যাটি লিভার দিবস উপলক্ষে দৈনিক দেশ রূপান্তরের সেমিনার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ফ্যাটি লিভার আজই শনাক্ত করুণ।’