৫ মিনিটের চার্জে ইয়ারবাড চলবে ২ ঘণ্টা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ২০:৩৭

বর্তমানে জনপ্রিয় যে কয়েকটি গ্যজেট ব্র্যান্ড আছে তার মধ্যে শাওমি অন্যতম। বিশেষ করে স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ইয়ারফোনের জন্য। এবার নতুন একটি ইয়ারবাড নিয়ে এলো সংস্থাটি। নাম রেডমি বাডস ৫। এতে ১২.৪এমএম ডাইনামিক ড্রাইভার রয়েছে, যার ফ্রিকোয়েন্সি ২০ হার্জ থেকে ২০কেহার্জ পর্যন্ত সাপোর্ট করে।


ইয়ারবাডটিতে শাওমি গোল্ডেন ইয়ারস টিম, ভোকাল এনহ্যান্সমেন্ট, টেরিবেল বুটস এবং বাস বুটসের মত ইকিউ সাউন্ড ইফেক্টের মত অনেক ফিচার দেওয়া হয়েছে। শাওমির এই নতুন ইয়ারবাডে ৪৬ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশনের ফিচার রয়েছে। অর্থাৎ এই ইয়ারবাডগুলো ব্যবহার করার সময়, ব্যবহারকারীরা বাইরের কোনো শব্দ শুনতে পাবে না। এতে অ্যান্টি-উইন্ড নয়েজ অ্যালগরিদম, ডুয়াল মাইক্রোফোন এবং এআই নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও