ইনস্টাগ্রাম ও এআইয়ের বিকল্প হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে নতুন আর্ট অ্যাপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ২০:৩৬
খুব দ্রুতই বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হয়ে উঠছে ‘কারা’, যা ইনস্টাগ্রামের বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা দেখানোর পাশাপাশি এআই ব্যবহারে তৈরি শিল্পকর্মের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।
চিত্র শিল্পীদের কথা মাথায় রেখে তৈরি অ্যাপটি অনেকটা ইনস্টাগ্রামের মতোই কাজ করে, যেখানে ব্যবহারকারী সাইন আপ করতে, ছবি আপলোড করতে, অন্যদের ছবি দেখতে ও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তবে সাইটটিতে জেনারেটিভ এআইয়ের তৈরি ছবি মুছে ফেলা হয় যেটা ইনস্টাগ্রাম করে না। এর ফলে, নতুন এই অ্যাপে সত্যিকারের সৃজনশীল চিত্রকর্ম খোঁজার কাজটি সহজ হয়।