এনডিএ জোটের বৈঠক শেষ, নীতিশ-নাইডুর ব্যাপারে সতর্ক মোদি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ২০:০৭
১৮ তম নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছে এই বৈঠক।
নরেন্দ্র মোদির পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির অপর দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং জে পি নাড্ডা।
এনডিএ জোটের সব শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছিলেন বৈঠকে। তবে বিজেপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে অন্যান্য শরিকদের তুলনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রবাবু নাইডুর দিকে বিশেষ মনযোগ ছিল নরেন্দ্র মোদির। এমনকি গোটা বৈঠকে মোদির পাশে ছিলেন এ দুই নেতা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বৈঠক
- জোট
- মোদি