মোদি এখন আর ‘ইতিহাসের অদম্য কেউ নন’
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ২০:০০
ফলাফল ঘোষণার আগেই ভারতের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিরোধীদের শেষ দেখে ফেলা হলো। বুথফেরত জরিপে উপসংহার টানা হলো, ফলাফল অনেকটাই পূর্বনির্ধারিত। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে শেষ পর্যন্ত পাশার দানা উল্টে গেল। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে মোদির বিজেপিকে শরিকদের ওপর নির্ভর করে তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসন পেয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য ২৭২ ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। দলটি পেয়েছে ২৪০ আসন। আর কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে