![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/cover-book-20240605190028.jpg)
আনকাট ছাড়পত্র পেল ‘রিভেঞ্জ’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১৯:৪৫
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। কদিন আগেই তার নির্মিত সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি সেন্সর বোর্ডে জমা দেন নতুন সিনেমা ‘রিভেঞ্জ’। আজ বুধবার (০৫ জুন) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ইকবাল।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। তাছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা ঘিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার এই সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- সেন্সর ছাড়পত্র