যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাহীদের আয় নিচের কর্মীদের ১৯৬ গুণ

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১৬:০৪

উন্নত বিশ্বে বৈষম্য কতটা বেড়েছে, সম্প্রতি এক জরিপে তার আরেকটি নজির পাওয়া গেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোয় যাঁরা কাজ করছেন, তাঁদের মধ্যে আয়ের বিস্তর ব্যবধান। নিচের সারির কর্মীদের তুলনায় ওপরের সারির কর্মীরা বছরে ১৯৬ গুণ বেশি আয় করেন।


ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এসঅ্যান্ডপি ৫০০ তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। জরিপ সংস্থা ইকুইলার ইনকরপোরেটেড এ জরিপ পরিচালনা করে।


শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০-এ যুক্তরাষ্ট্রে ৫০০টি বৃহত্তম কোম্পানি তালিকাভুক্ত। জরিপে অংশ নেওয়া অর্ধেক কোম্পানির প্রধান নির্বাহীরা গত বছর যা আয় করেছেন, তার সমপরিমাণ আয় করতে একজন সাধারণ কর্মীর প্রায় ২০০ বছর লেগে যাবে। কোম্পানির মুনাফা ও শেয়ারের দাম বাড়লে দেখা যায়, প্রধান নির্বাহী যে পরিমাণ পুরস্কার পান, নিচের সারির কর্মীরা সেই তুলনায় কিছুই পান না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও