![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252F34f6bf17-af3a-4286-822e-3ab73103ea0b%252F6540c755_20b2_4ced_b528_72f3fa29056b.jpg%3Frect%3D125%252C0%252C1350%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
ভারতের লোকসভা নির্বাচনে তারকাদের মধ্যে কে জিতলেন, কে হারলেন
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১৫:২৮
২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল এসে গেছে। প্রতিবারের মতো এবারের নির্বাচনে একঝাঁক তারকা লড়েছিলেন। তাঁদের মধ্যে কেউ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আবার কেউবা হার মেনেছেন। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকা জয়ী হয়েছেন। আর কোন কোন তারকা নির্বাচনী ময়দানে পরাজিত হয়েছেন।
এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বরসহ আরও অনেকে।