চার ঘণ্টায় ভোটের হার ১৭.৩১%: ইসি সচিব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১৫:১৭
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে প্রথম চার ঘণ্টায় ১৭.৩১ শতাংশ ভোট পড়েছে বলে ধারাণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।
বুধবার বেলা ১টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, “শেষ পর্যন্ত ভোটের হার অন্তত ৩৫ শতাংশ হতে পারে বলে ধারণা পাওয়া গেছে।”
বুধবার সকাল ৮টায় এই ধাপের ৬০ উপজেলার সাড়ে সাত হাজার কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। ছয়টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে।