 
                    
                    গরমে যেসব ভুলে ফোন বিস্ফোরণ হতে পারে
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১৩:৩৯
                        
                    
                তীব্র গরমে ইলেকট্রনিক ডিভাইসের যত্ন নেওয়া খুব জরুরি। এ সময় ফোন বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। তবে গরমের কারণেই যে আপনার ফোন বিস্ফোরণ হতে পারী তা কিন্তু নয়। ফোন ব্যবহারের ভুলে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফোন বিস্ফোরণ হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক আপনার ব্যবহারের কোন ভুলের কারণে ফোন বিস্ফোরণ হতে পারে-
>> অনেকেই অতিরিক্ত ফোন চার্জ দেন। বেশিক্ষণ ফোন চার্জ দেবেন না। প্রতিটা ফোনের ব্যাটারির ক্ষমতার ওপর নির্ভর করে তা কতক্ষণ চার্জে দিতে হয়। তাই নির্দিষ্ট সেই ২-৪ ঘণ্টার বেশি চার্জে বসিয়ে রাখবেন না।
>> ফোন চার্জে দিয়ে কথা বলবেন না। এখন তাপমাত্রা এমনই গরম, ফোন চার্জে থাকলে গরম হয়ে যায়, তার ওপর যদি ফোন করা হয়, তাতে ফোনের ব্যাটারিতে চাপ পড়ে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভুল কাজ
- মোবাইল বিস্ফোরণ
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                