বরিশালে উপজেলা নির্বাচনে প্রথম ঘণ্টায় কোনো কোনো কেন্দ্র-বুথে ভোট পড়েছে ১ শতাংশ
বরিশালে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নামে মাত্র। কোনো কোনো কেন্দ্র-বুথে প্রথম এক ঘণ্টায় ১ শতাংশ ভোট পড়েছে। তবে দিনের প্রথম ভাগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাবুগঞ্জের চাঁদপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নুরুজ্জামন ফারুকী বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। এখানকার ৫ নম্বর বুথে ৩৬৮ ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট গ্রহণ করা হয়েছে মাত্র একটি। এ নিয়ে হতাশ প্রার্থীরাও। আধা কিলোমিটার দূরের চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। সেখানে ভোট পড়েছে মাত্র ১ শতাংশ।
- ট্যাগ:
- রাজনীতি
- উপজেলা পরিষদ নির্বাচন