You have reached your daily news limit

Please log in to continue


দরজা খোলো মাকে দেখব, ছেলের আকুতি! গাড়িতে সীমানার মরদেহ

চ্যানেল আই প্রাঙ্গণে দুপুর ১২টায় লাশবাহী গাড়িতে অভিনেত্রী সীমানার লাশ এল। আশপাশে তখন নীরবতা। কেউ কেউ ক্যামেরা নিয়ে ছুটে গেলেন লাশবাহী গাড়ির কাছে। পাশেই মাইক্রোফোনে ঘোষণা করা হচ্ছে জানাজা আদায় করার কথা। এমন সময় ভিন্ন এক দৃশ্য চোখে পড়ল। ৯ বছরের একটি শিশু দৌড়ে চলে এল লাশবাহী গাড়ির কাছে। এসেই জোরে তালা নাড়তে শুরু করল। বলতে শুরু করল, ‘দরজা খোলো, মাকে দেখব।’ বোঝা গেল, শিশুটি সদ্য প্রয়াত অভিনেত্রী সীমানার ছেলে। তার নাম শ্রেষ্ঠ। মাকে দেখার জন্য ছোট্ট শ্রেষ্ঠর আকুলতা আশপাশের সবাইকে আবেগাপ্লুত করে।

বাবা গায়ক পারভেজ সন্তানকে বুঝিয়ে চ্যানেল আই ভবনের ভেতরে নিয়ে যেতে চান। কিন্তু মা যে গাড়িতে। ওকে মায়ের কাছ থেকে দূরে নেওয়ার সাধ্য কার। কিছুক্ষণ পর দৌড়ে আবার চলে লাশবাহী গাড়িটির কাছে। জোরে জোরে তালায় ধাক্কা মারতে শুরু করল। শিশুটি তখন বলছিল, ‘এখানে মা আছে। দরজা খোলো, দরজা খোলো। এখানে মা রয়েছে, আম্মু তোমাকে দেখব। খোলো খোলো, দরজা খোলো।’ পরে দৌড়ে চলে গেল চালকের আসনের কাছে। সেখানে কেউ নেই। চালককে আর দরজা খোলার অনুরোধ করা হলো না শিশুটির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন