পরীক্ষামূলক চতুর্থ স্টারশিপ উৎক্ষেপণের দ্বারে স্পেসএক্স
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ১৬:৪১
প্রাসঙ্গিক সকল অনুমোদন নিশ্চিত করার পর স্টারশিপ রকেটের পরবর্তী উৎক্ষেপণের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ স্পেসএক্স --এমনই দাবি কোম্পানিটির মালিক ইলন মাস্কের।
১২০ মিটার উঁচু এ মহাকাশযানটি এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় রকেট, যা বুধবার উৎক্ষেপণ হতে পারে টেক্সাসে অবস্থিত স্পেসএক্স-এর ‘স্টারবেইজ’ ফ্যাসিলিটি থেকে। মঙ্গল গ্রহে স্থায়ী বসতি নির্মাণে মাস্কের যে লক্ষ্যমাত্রা, তা অর্জনের ক্ষেত্রে এ পরীক্ষামূলক উৎক্ষেপণকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে বিবেচনা করা হচ্ছে।
এর আগে স্টারশিপের যে তৃতীয় টেস্ট ফ্লাইটে রকেটটি কক্ষপথে পৌঁছালেও তা ফিরে আসার সময় ধ্বংস হয়ে যায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পরীক্ষামূলক
- উৎক্ষেপণ
- চতুর্থ