মূলধনি যন্ত্রে শুল্ক বসছে

যুগান্তর প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ১৫:৫৩

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আসন্ন বাজেটে ২৮২টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার বা হ্রাস, সম্পূরক শুল্ক (এসডি) ও সংরক্ষণমূলক শুল্ক (আরডি) কমানো হচ্ছে। অথচ এক শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে শিল্পের কাঁচামাল আমদানিতে। এছাড়াও অর্ধশত মূলধনি যন্ত্র ও যন্ত্রাংশের রেয়াতি সুবিধা (শূন্য শুল্কে আমদানি) প্রত্যাহার করা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানকেও মূলধনি যন্ত্র ও যন্ত্রাংশ আনতে এক শতাংশ শুল্ক দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র জানায়, এলডিসি উত্তরণের শর্ত পরিপালন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতি রেখে শুল্কহার যৌক্তিকীকরণ করা হচ্ছে আগামী বাজেটে। চলতি বাজেটে ৫০টি পণ্যের ন্যূনতম মূল্য হ্রাস, সম্পূরক শুল্ক (এসডি) ও সংরক্ষণমূলক শুল্ক (আরডি) কমানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় আগামী বাজেটে ২৮২টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার-হ্রাস, সম্পূরক শুল্ক (এসডি) ও সংরক্ষণমূলক শুল্ক (আরডি) কমানো হচ্ছে। এক্ষেত্রে সামাজিকভাবে অনভিপ্রেত নয় এবং বিলাসী পণ্য নয়-এমন পণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া যেসব পণ্য আমদানিতে রিজার্ভের ওপর চাপ পড়বে না এবং দেশে উৎপাদন হয় না, সেগুলোকে তালিকায় রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও