ছয় ‘ব্যাটলগ্রাউন্ডের’ ৫টিতেই পিছিয়ে বিজেপি
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ১৪:৫৬
সকাল দেখে বাকি দিন কেমন যাবে বলা গেলেও ভোটের প্রাথমিক ফল দেখে মোটেই বলা যায় না, শেষ পর্যন্ত শেষ হাসি কে হেসে যাবে। বিশেষ করে ভারতের মতো জনবহুল ও বৈচিত্রপূর্ণ দেশে। তবে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ভারতের লোকসভা ভোটের প্রাথমিক ফল দেখে মনে হচ্ছে, দুদিন আগে বুথ ফেরত জরিপ সংস্থাগুলো বিজেপি ও এনডিএর জয় নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলে, তা সম্ভবত ফলছে না।
বুথ ফেরত জরিপ সংস্থাগুলো সমীক্ষকেরা জানিয়েছিলেন, বিজেপি ও এনডিএ গতবারের চেয়েও ভাল ফল করে ৪০০ আসনের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু বেলা এগারোটার চিত্র দেখাচ্ছে, শাসক দল তার খুব কাছাকাছিও পৌঁছাতে পারছে না। বরং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশাতীত ভালো করছে। সবচেয়ে বড় কথা, বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস জমি ছাড়েনি। ফলাফলের প্রাথমিক ফল ধরে রাখতে পারলে কংগ্রেস এক শ আসন পেরিয়ে যেতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পিছিয়ে
- বিজেপি