ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল ‘মি. বিস্ট’, সেরা ১০ চ্যানেল কোনগুলো জানেন কি
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ২১:০৯
ইউটিউবে বিনোদন, শিক্ষা, সংবাদসহ বিভিন্ন বিষয়ের ভিডিও সহজেই দেখা যায়। আর তাই স্মার্টফোন বা কম্পিউটারের পাশাপাশি টেলিভিশনের বড় পর্দায় নিয়মিত ইউটিউবের ভিডিও দেখেন অনেকে। গ্রাহক বা সাবস্ক্রাইবারের সংখ্যার বিচারে ইউটিউবে সেরা ১০টি চ্যানেলের নাম ও সেখানে থাকা ভিডিওগুলোর ধরন সম্পর্কে জেনে নেওয়া যাক—
১. মি. বিস্ট
ইউটিউবে গ্রাহকসংখ্যার বিচারে দীর্ঘদিন দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার ভারতের ‘টি সিরিজ’ চ্যানেলকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ‘মি. বিস্ট’ চ্যানেল। মার্কিন ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের চ্যানেলটির গ্রাহকসংখ্যা ২৬ কোটি ৯০ লাখ। ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করেন ‘মি. বিস্ট’ নামে পরিচিত এই তরুণ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইউটিউব
- চ্যানেল
- জনপ্রিয়তা