যে ৮টি বিষয়ে শিশুর সঙ্গে কখনোই ঠাট্টা করবেন না

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ১৮:২৪

চেহারা


শিশুরাও তাদের চেহারা এবং বাহ্যিক রূপ নিয়ে সচেতন থাকে। ফলে শিশুদের চেহারা, গায়ের রং, ওজন, উচ্চতা ইত্যাদি দিয়ে খোঁটা দিলে তাদের হীনম্মন্যতা সৃষ্টি হয়। যেসব শিশু ওজন নিয়ে কটু কথা শোনে, তাদের মধ্যে ইটিং ডিজঅর্ডার দেখা দেয়। ঠিক এভাবেই মোটা হওয়ার কারণে প্রতিনিয়ত ‘বুলিং’–এর শিকার হতে হতে ইটিং ডিজঅর্ডারে ভুগে কয়েক বছর আগে দেশের একটি নামকরা স্কুলের এক ছাত্রের মৃত্যুও ঘটেছিল। তাই বাহ্যিক গড়ন নিয়ে কোনো রকম বাজে কথা শিশুদের বলা যাবে না।


সামাজিক দক্ষতা


হতে পারে একজন শিশু লাজুক কিংবা অন্তর্মুখী, হয়তোবা তার সহজে কারও সঙ্গে বন্ধুত্ব হয় না। কিন্তু এসব নিয়ে যদি তাকে খেপানো হয়, তাহলে তার মধ্যে ‘সোশ্যাল অ্যাংজাইটি’ তৈরি হতে পারে। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে, সামাজিক দক্ষতা নিয়ে যেসব শিশু কটু কথা শোনে, পরবর্তী সময়ে তাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও