‘বিলুপ্ত’ বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা বাড়ল কেন?
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ১৮:২০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে পড়ে আছে পাকা ধান, ভুট্টা। কিন্তু খেত থেকে ফসল তুলতে ভয় পাচ্ছেন কৃষক। এই ভয়ের কারণ এলাকায় তীব্র বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা বেড়ে যাওয়া; যে সাপের কামড়ে গত দেড় মাসের মধ্যে এখানকার অন্তত তিনজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে গত ৭ মে রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মার তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিনুর রহমানকে দংশন করে রাসেলস ভাইপার। দ্রুত হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেও তাকে বাঁচানো যায়নি।