ব্যাংক থেকে বেনজীরের টাকা ওঠানোর বিষয়টি যাচাই করা হচ্ছে: দুদক আইনজীবী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ২২:০০
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ব্যাংক থেকে টাকা উঠিয়েছে কি না এবং সেটার পরিমাণ কত তা পরীক্ষা–নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ব্যাংক হিসাব জব্দ করার আগে কোনো টাকা ওঠানো হয়েছে কি না এবং উঠিয়ে থাকলে কোথায় গেছে—এসব বিষয় গুরুত্বসহকারে পরীক্ষা করা হচ্ছে। দুদকের পক্ষ থেকে বিএফআইইউকে (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) চিঠি দেওয়া হয়েছে তথ্য সরবরাহ করার জন্য।
আজ রোববার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। তিনি বলেন, ‘অনুসন্ধান দ্রুত গতিতে চলছে। দুদক যার বিরুদ্ধে অনুসন্ধান করে তাঁকে ডাকতে বাধ্য না। উনাকে (বেনজীর) সুযোগ দেওয়া হয়েছে দুদকে হাজির হওয়ার জন্য। তিনি যদি না আসেন তাহলে আইন তাঁর নিজস্ব গতিতে চলবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে