 
                    
                    দশটির মাঝে আটটি সিনেমা ফ্লপ অক্ষয়ের!
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ০২ জুন ২০২৪, ২১:০৩
                        
                    
                বলিউডে সময়টা মোটেও ভালো যাচ্ছে না খিলাদি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের। শত কোটির ক্লাবের বেশ কিছু সিনেমা উপহার দিলেও সম্প্রতি সময়ে তার ছবি নির্মাণ খরচ তুলতেই হিমশিম খাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যনুসারে, অক্ষয় কুমারের সর্বশেষ দশটি ছবির মাঝে আটটিই ব্যর্থ হয়েছে বক্স অফিসে। যা এই অভিনেতার ক্যারিয়ারে খুবই বিরল কোনো ঘটনা বলা চলে।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন অক্ষয়। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। যেসবের মধ্যে মিশন মঙ্গল, হাউজফুল ফোর, গুড নিউজ ছবি তিনটি পর পর বক্স অফিসে আয় করে নেয় ২০০ কোটি রুপির বেশি।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা ফ্লপ
- অক্ষয় কুমার
