You have reached your daily news limit

Please log in to continue


বোতাম ব্যাটারির বিপদ

বোতাম ব্যাটারি। এটি অনেকটা বোতামের মতো দেখতে এক রকম ব্যাটারি; যা প্রচলিত ব্যাটারির আধুনিক সংস্করণ এবং পাওয়ার সোর্স হিসেবে ছোট শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষই নিয়মিত ব্যবহার্য সামগ্রী যেমন খেলনা, খেলনা গাড়ি, বড়দের অটোমেটিক ঘড়ি, ক্যালকুলেটর, গাড়ির অটোমেটিক চাবি, টিভির রিমোট কন্ট্রোল ইত্যাদিতে ব্যবহার করে থাকেন।

খেলনা গাড়ি ভেঙে বা অন্যভাবে এ ব্যাটারি বাচ্চারা নাগালে পেলে অভ্যাসবশত মুখের ভেতর ঢুকিয়ে দিতে পারে। সে ক্ষেত্রে এটি শ্বাসনালি ও খাদ্যনালি উভয় পথে ঢুকে যেতে পারে। শ্বাসনালিতে ঢুকলে শ্বাস বন্ধ হয়ে বাচ্চার তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। অন্যদিকে খাদ্যনালিতে ঢুকলে ব্যাটারি আর সব জিনিসের মতো পায়খানার সঙ্গে বেরিয়ে আসবে না। ব্যাটারির ভেতর থেকে বের হওয়া রাসায়নিক পদার্থ নাড়ির ব্যাপক ক্ষতই শুধু করবে না, নাড়ি ছিদ্র পর্যন্ত করে দিতে পারে এবং নাড়ির মধ্যে যত দীর্ঘ সময় এ ব্যাটারি থাকবে, ততই ক্ষতি বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন