You have reached your daily news limit

Please log in to continue


কেন্দ্রফেরত জরিপ: ‘এবার ৪০০ পার’ এনডিএ-র জন্য বাস্তব হতে পারে

ভারতের সাত পর্বের লোকসভা নির্বাচনের পুরোটা সময়জুড়ে বিজেপি তাদের এনডিএ জোটের জন্য ৪০০টি আসনের লক্ষ্যে ‘এবার ৪০০ পার’ শ্লোগান দিয়ে গেছে, এ নিয়ে বিরোধীদের অবিরাম বিদ্রুপেও অটল থেকেছে তারা; এখন তিনটি কেন্দ্রফেরত জরিপের ভবিষ্যদ্বাণী যদি মিলে যায় তাহলে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দলটিই শেষ হাসি হাসবে।

দু’টি জরিপে এনডিএ জোট ৪০০-র কিছু বেশি আসন পেতে পারে বলে আভাস দিলেও নিউজ ২৪-টুডের চাণক্য ভবিষ্যদ্বাণী করেছেন তারা ৪০০ আসন পাবে। তবে এক্ষেত্রে আসনের পরিমাণ ১৫টি কমবেশি হতে পারে বলে জানিয়েছে। সেক্ষেত্রে এনডিএ জোট কম করে হলেও ৩৮৫টি আসন আর বেশি হলে সবাইকে হতভম্ব করে দিয়ে ৪১৫টি আসন পাবে।

ইন্ডিয়া টিভি-সিএনএক্স একই ধরনের হিসাব দিয়ে জানিয়েছে এনডিএ জোট ৩৭১ থেকে ৪০১টি আসন পেতে পারে। আর ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার ভবিষ্যদ্বাণী হচ্ছে জোটটি অন্তত ৩৬১ থেকে সর্বোচ্চ ৪০১টি আসন পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন