বাজেট ২০২৪-২৫: ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা ‘চাপ বাড়াবে’ অর্থনীতিতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৯:৩৮
বরাবরের মত রাজস্ব প্রাপ্তির উচ্চ লক্ষ্যমাত্রা এবারও থাকছে; সঙ্গে যোগ হচ্ছে ব্যয় সংকোচন নীতি, যে কারণে এবার বাজেট ঘাটতি সামান্য কমে আসার আভাস মিলেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যে।
কিছুটা কমলেও আয়-ব্যয়ের ঘাটতি এখনও বিপুল, যে হিসাব মেলানোর কাজ ঠিকই করতে হচ্ছে বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তবে তাদের সামনে বরাবরের মত এবারও ঘাটতি পূরণে বিকল্প কম, সেই ঋণ নির্ভরতাই প্রধান সমাধান।
এক্ষেত্রে অপেক্ষাকৃত কম সুদের বিদেশি ঋণের পরিবর্তে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে বেশি সুদের ঋণের ওপরই ভরসা করতে হচ্ছে। কর্মকর্তারা বলছেন, সেভাবেই বাজেট ঘাটতি মেটানোর হিসাব-নিকাশ করা হচ্ছে।